11/07/2025 গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
odhikarpatra
৭ November ২০২৫ ০৩:৪০
রাজশাহী প্রতিনিধি | প্রকাশ: ৬ নভেম্বর ২০২৫
রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরকৃত পলাতক আসামি গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।
র্যাব-৫ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৪টার দিকে গোদাগাড়ী থানা এলাকার রাজাবাড়ীহাট এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার **৮নং এজাহারনামীয় আসামি মো. কলিম (৩২)**কে গ্রেফতার করা হয়। কলিম উপজেলার হাজিবান্দুড়িয়া এলাকার কাজিমুদ্দিনের ছেলে।
নিহতের পিতা বাদী হয়ে গোদাগাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর র্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেফতারের জন্য গোপন নজরদারি ও অভিযান শুরু করে।
তার ধারাবাহিকতায় ৪ নভেম্বর রাজাবাড়ীহাট এলাকা থেকে কলিমকে গ্রেফতার করা হয়।