11/08/2025 ইসি শতভাগ প্রস্তুত: ফেব্রুয়ারির প্রথমভাগেই জাতীয় সংসদ নির্বাচন সম্ভব
odhikarpatra
৭ November ২০২৫ ২৩:৫৮
প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য তাদের প্রস্তুতি এখন শতভাগ সম্পন্ন। কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হলেও কমিশন সম্পূর্ণ প্রস্তুত থাকবে।
তিনি বলেন, “নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এখন কোনো প্রতিবন্ধকতা নেই। ভোটের কালি বিদেশ থেকে এসে পৌঁছেছে, প্রয়োজনীয় সব মৌলিক কাজ শেষ হয়েছে। রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণা করায় ভোটের মাঠে ইতোমধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।”
আব্দুর রহমানেল মাছউদ বলেন, এবারের নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক ধারার পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই ইসির প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, “ভালো নির্বাচন করা ছাড়া বিকল্প নেই। এবারের ভোটকে জনগণের উৎসবে পরিণত করাই আমাদের লক্ষ্য।”
ইসি সচিবালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনী সামগ্রী সংগ্রহ, আইন সংশোধন ও ভোটার তালিকা হালনাগাদসহ সব প্রস্তুতি নভেম্বরের মধ্যেই শেষ হবে। ডিসেম্বরের শুরুতেই তফসিল ঘোষণা করা হতে পারে।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী—
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১৮ নভেম্বর, আর ১৭ নভেম্বর পর্যন্ত থাকবে দাবি-আপত্তি জানানোর সুযোগ।
৩ নভেম্বর সরকার “গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫” এর গেজেট প্রকাশ করেছে। এতে যুক্ত হয়েছে বেশ কিছু যুগান্তকারী বিধান, যেমন—
ইসি তিনটি নতুন দলকে নিবন্ধন দিয়েছে—
দেশজুড়ে ৬৪ জেলায় ৩০০ আসনে মোট ৪২,৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যেখানে থাকবে প্রায় ২ লাখ ৪৫ হাজার ভোটকক্ষ।
প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন পোস্টাল ভোট রেজিস্ট্রেশন অ্যাপ-এর মাধ্যমে, যা উদ্বোধন করা হবে ১৬ নভেম্বর। নিবন্ধনের সময়সীমা উদ্বোধনের দিন ঘোষণা করা হবে।
ইসি সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনী সংলাপ শুরু হতে পারে। অংশগ্রহণকারী দলগুলোকে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সহযোগিতা করার আহ্বান জানানো হবে।
শেষে আব্দুর রহমানেল মাছউদ বলেন,
“আমরা চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গণতান্ত্রিক উৎসবে পরিণত হোক—যেখানে জনগণ স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।”