11/14/2025 গুলিস্তানে আওয়ামী লীগ অফিসে আগুন—ইনকিলাব মঞ্চের মিছিল থেকে হামলার অভিযোগ!”
odhikarpatra
১৩ November ২০২৫ ২৩:৩৪
নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্র ডটকম
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৩০ | ঢাকা
রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা ঘিরে উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১টার দিকে ইনকিলাব মঞ্চের ব্যানারে মিছিল নিয়ে আসা প্রায় ১৫-২০ জন ব্যক্তি হঠাৎ আওয়ামী লীগ অফিসে প্রবেশ করে কয়েকটি ম্যুরাল ভাঙচুর করেন। পরে ভবনের চতুর্থ তলার ফাঁকা জায়গায় কাঠ ও অন্যান্য সামগ্রী জড়ো করে আগুন লাগিয়ে দেন। কিছু ব্যানার ও পোস্টারেও আগুন ধরানো হয়, ফলে ভবনের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।
পল্টন থানার ডিউটি অফিসার এসআই নিশাত জানান, “গুলিস্তানে আওয়ামী লীগ অফিসের ভেতরে কিছু মানুষ কাঠ দিয়ে আগুন ধরিয়েছিল এবং বাইরে কিছু ভাঙচুর হয়েছে বলে শুনেছি। তবে আগুন বড় ধরনের ছিল না।”
এসময় সেখানে উপস্থিত আরেক কর্মকর্তা এসআই আল আমিন বলেন, “জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চ, ছাত্রশিবির ব্যানারে থাকা কয়েকটি গ্রুপ সকাল থেকেই আওয়ামী লীগের অফিসের সামনে অবস্থান নিয়েছিল। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং দেয়ালের টেরাকোটা ভাঙার চেষ্টা করে।”
অন্যদিকে, পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ জানান, “ভাঙচুর বা আগুন দেওয়ার খবর আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে আসেনি।”
সূত্র জানায়, সকালে জামায়াতে ইসলামী, ইনকিলাব মঞ্চ ও জুলাই সংসদসহ কয়েকটি সংগঠন শাহবাগ থেকে মিছিল নিয়ে হাই কোর্ট হয়ে গুলিস্তানে আসে। দুপুরে ওই মিছিল থেকেই আওয়ামী লীগ অফিসে হামলা চালানো হয়।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ ১৭ নভেম্বর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়কে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে টানটান উত্তেজনা বিরাজ করছে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও একই ভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। তখন থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। পরে সেটির কিছু অংশে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামে ব্যানার লাগানো হয়।