11/14/2025 নির্বাচনের দিন গণভোট অনাকাঙ্ক্ষিত: ইসলামী আন্দোলন
odhikarpatra
১৩ November ২০২৫ ২৩:৪০
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নির্বাচনের দিনেই গণভোট করার সিদ্ধান্তকে অনাকাঙ্ক্ষিত হিসেবে আখ্যায়িত করেছে।
দলের যুগ্ম-মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের উদ্বেগ বিবেচনা না করে যে ঘোষণা দিয়েছেন, আমরা তা সন্তুষ্টচিত্তে মেনে নিতে পারছি না। জাতীয় নির্বাচনের দিনই গণভোট নেওয়া অনাকাঙ্ক্ষিত। আমরা এটি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করবো।”
আতাউর রহমান আরও বলেন, “আমরা জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছিলাম। কারণ নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক দলগুলো পরস্পরবিরোধী প্রচারণা চালাবে, ফলে জুলাই সনদের পক্ষে মতামত সংগ্রহ ঝুঁকির মুখে পড়বে। আমাদের এত রক্ত ও জীবন উৎসর্গ করা চেষ্টা তাই বিফলে যেতে পারে।”
তিনি যোগ করেন, “কেবল অর্থ সাশ্রয়ের কারণে এমন ঝুঁকি নেওয়া উচিত ছিল না। একটি দলকে সন্তুষ্ট করতে গিয়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, যা অনাকাঙ্ক্ষিত। গণভোট আলাদা হলে জুলাই সনদ আরও তাৎপর্যময় হতো।”