11/14/2025 পটিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক: ‘আপনাকে গিফট দিলাম’—বৈছাআ সংগঠকের মন্তব্য
odhikarpatra
১৪ November ২০২৫ ০৪:২৮
পটিয়া, চট্টগ্রাম | ১৩ নভেম্বর ২০২৫
মূল ঘটনা
চট্টগ্রামের পটিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা নুরুল ইসলাম রুবেল (২৭)-কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে দক্ষিণ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)। তাকে পুলিশের হাতে সোপর্দ করার সময় সংগঠকের মুখে শোনা যায়—“আপনাকে গিফট দিলাম।”
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পটিয়া উপজেলার বাদামতল এলাকা থেকে তাকে আটক করা হয়। রুবেল পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাগজীপাড়ার বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা এবং দুটি মাদক মামলা রয়েছে।
সংশ্লিষ্টদের বক্তব্য
বৈছাআ সংগঠক গোলাম মওলা মাশরাফ বলেন,
“লকডাউনকে কেন্দ্র করে রুবেলের নেতৃত্বে নাশকতার পরিকল্পনা ছিল। আমরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছি। নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম ঠেকাতে আমরা রাজপথে প্রস্তুত।”
পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন,
“রুবেল দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমে যুক্ত ছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”