11/15/2025 ট্রাম্পের সঙ্গে উত্তেজনার মাঝে ৪.৩ বিলিয়ন ডলারে ১৭টি সুইডিশ যুদ্ধবিমান কিনলো কলম্বিয়া!
odhikarpatra
১৫ November ২০২৫ ১৪:৩০
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫
কলম্বিয়া সুইডেনের শীর্ষ যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান সাব (SAAB)–এর সঙ্গে ৪.৩ বিলিয়ন ডলারের বিশাল চুক্তিতে নতুন যুদ্ধবিমান কিনতে সম্মত হয়েছে। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, মোট ১৭টি গ্রিপেন (Gripen) যুদ্ধবিমান ক্রয় করবে দেশটি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই কলম্বিয়ার এমন সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সরকার গত এপ্রিলেই সাব থেকে যুদ্ধবিমান কেনার ঘোষণা দিয়েছিল, তবে সংখ্যা বা মূল্য তখন জানানো হয়নি। শুক্রবার এক সামরিক ঘাঁটিতে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট পেত্রো জানান, নতুন এই গ্রিপেন বিমানগুলো দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌকাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পুরো ল্যাটিন আমেরিকাকে ঝুঁকিতে ফেলছে বলে অভিযোগ করছেন পেত্রো। তার দাবি—মার্কিন সামরিক তৎপরতার আসল উদ্দেশ্য হলো ভেনিজুয়েলার তেল সম্পদ দখল করে অঞ্চলে অস্থিতিশীলতা বাড়ানো।
পেত্রো বলেন,
“এক অনিশ্চিত ভূ-রাজনৈতিক বিশ্বের মধ্যে যেকোনো দিক থেকেই আগ্রাসন আসতে পারে — আর সেখানেই নতুন এই বিমানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পেত্রোর সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তপ্ত। ট্রাম্প তাকে ‘অবৈধ মাদক চক্রের নেতা’ বলে মন্তব্য করেছিলেন। এর ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র কলম্বিয়ার জন্য আর্থিক সহযোগিতা বন্ধ করে দেয় এবং মাদকবিরোধী লড়াইয়ের অংশীদার দেশগুলোর তালিকা থেকেও বাদ দেয়।
এদিকে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের কয়েকটি প্রতিষ্ঠানও কলম্বিয়ায় যুদ্ধবিমান বিক্রির চেষ্টা চালালেও শেষ পর্যন্ত সাবই চুক্তি পেতে সফল হয়।
কলম্বিয়ার ঘনিষ্ঠ মিত্র ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, মার্কিন যুদ্ধবিমান মোতায়েনের উদ্দেশ্য তাকে ক্ষমতাচ্যুত করা।