11/18/2025 আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে এক পা এগিয়েছে বাংলাদেশ ‘এ’ দল
odhikarpatra
১৭ November ২০২৫ ২৩:৪৯
সংবাদ কন্টেন্ট:
কাতারের দোহায় আয়োজিত টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের ‘এ’ দল আফগানিস্তানকে ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটে হারিয়েছে। আগের ম্যাচে হংকংয়ের বিপক্ষে দাপুটে জয় পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেও জয় নিশ্চিত করেছে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান ‘এ’ দল ১৮.৪ ওভারে ৭৮ রানে অলআউট হয়। বাংলাদেশের পেস বোলাররা দারুণ বোলিং উপহার দিয়েছেন—রিপন মণ্ডল ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নেন, রাকিবুল হাসান ৪ ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট নেন, আর এসএম মেহেরব ২ উইকেট নেন মাত্র ১৪ রান খরচে।
রান তাড়া করতে নেমে বাংলাদেশ মাত্র ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। এর আগে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ ১৬৮ রানের লক্ষ্য ৯ ওভারে ৮ উইকেটে পূরণ করে। ওপেনার হাবিবুর রহমান ৩৫ বলে অসাধারণ সেঞ্চুরি করেন, অধিনায়ক আকবর আলী ১৩ বলে অপরাজিত ৪১ রান করেন।
এই জয়ের ফলে ২ ম্যাচ থেকে পুরো ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে আছে বাংলাদেশ। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা দ্বিতীয় এবং আফগানিস্তান তৃতীয় স্থানে আছে। নেট রান রেটে বাংলাদেশ +৪.০৭৯ দ্বারা এগিয়ে, শ্রীলঙ্কা +১.৩৪১ এবং আফগানিস্তান +০.১২২।