11/19/2025 অস্থিরতার মধ্যে বাস করছি: বিএনপি মহাসচিব ফখরুলের মওদুদ আহমদ স্মৃতিচারণ”
odhikarpatra
১৮ November ২০২৫ ২৩:৩৫
ঢাকা, ১৮ নভেম্বর ২০২৫
নিউজ রিপোর্ট:
রাজধানীর গুলশান হোটেল লেকশোরে মঙ্গলবার (১৮ নভেম্বর) বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল বলেন, “এই মুহূর্তে আমরা একটি অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদের পথ দেখাতে পারতেন, তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ অন্যতম। তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন দেখে যেতে পারেননি, যা খুবই দুঃখজনক।”
তিনি আরও বলেন, “ব্যারিস্টার মওদুদ নিষ্ঠার সঙ্গে ইতিহাস চর্চা করতেন। রাজনীতিবিদ মওদুদের হয়তো সমালোচনা থাকতে পারে, তবে ইতিহাস লেখার ক্ষেত্রে তার সমালোচনা করার কিছু নেই।”
ফখরুল মওদুদ আহমদকে ‘রাজনীতির বিচিত্রধর্মী পুরুষ’ এবং আপাদমস্তক গণতান্ত্রিক নেতা হিসেবে বর্ণনা করে বলেন, “যে তরুণ সমাজ আমাদের ফ্যাসিস্টদের হাত থেকে উদ্ধার করেছে, তাদের জন্য মওদুদের লেখনী গুরুত্বপূর্ণ।”
তিনি স্মৃতিচারণ করে জানান, ২০১২ সালে প্রথম জেলে যাওয়ার সময় ব্যারিস্টার মওদুদ নিজেকে লেখার কাজে নিয়োজিত রাখতেন। ফখরুল বলেন, “তিনি সারাদিন লিখতেন, শুধুমাত্র খাওয়ার সময় বের হতেন। তার এই একাগ্রতা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।”
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা এবং বিশিষ্টজন উপস্থিত ছিলেন।