11/19/2025 মদিনা পথে ওমরাহযাত্রীবাহী বাসে ভয়াবহ দুর্ঘটনা: ৪২ প্রাণহানি, দগ্ধ হয়ে শেষ মুহূর্তে নিভে গেল জীবন
odhikarpatra
১৯ November ২০২৫ ০৩:৩০
সোমবার স্থানীয় সময় বিকেলে মক্কা–মদিনা হাইওয়ের একটি বাঁকে বাসটি একটি তেলবাহী ট্রেইলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে।
সংঘর্ষের মুহূর্তেই তেলের ট্যাংকার ফেটে গিয়ে আগুন ধরে যায় এবং পুরো বাসটি মাত্র কিছু মিনিটেই আগুনে পুড়ে যায়।
সৌদি সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের দল ঘটনাস্থলে পৌঁছায় দ্রুত, কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে অধিকাংশ যাত্রী বের হওয়ার সুযোগ পাননি।
সৌদি কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে।
যানবাহনের ব্রেক সিস্টেম, চালকের ক্লান্তি, হাইওয়ের ঝুঁকিপূর্ণ অংশ—সবকিছুই তদন্তের আওতায় আনা হয়েছে।
ঘটনায় পৃথিবীর কোটি কোটি মুসলমান গভীর শোক প্রকাশ করেছেন। অনেকে সোশ্যাল মিডিয়ায় দোয়া করেছেন—
“হে আল্লাহ, তাদের জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য দান করুন। আমিন।”