11/24/2025 কারাগারে আমাকে চাপ দিতে আসতেন আওয়ামী লীগ মন্ত্রীরা: লুৎফুজ্জামান
odhikarpatra
২৩ November ২০২৫ ২১:২৬
নেত্রকোণার মোহনগঞ্জে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর কারাবন্দি থাকার সময় আওয়ামী লীগের মন্ত্রীরাই নিয়মিত তার সঙ্গে দেখা করতে যেতেন এবং নানা ধরনের চাপ দিতেন।
বাবর বলেন,
“আপনারা দেখেছেন—মিথ্যা মামলায় আমাকে সাড়ে ১৭ বছর জেল খাটতে হয়েছে। তিনটি মৃত্যুদণ্ড ও তিনটি যাবজ্জীবনেও শেখ হাসিনার শখ মিটেনি। আরও মামলা দিয়ে আমাকে নির্যাতন করা হয়েছে। আর এক বছর গেলে হয়তো ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিত।”
তিনি আরও অভিযোগ করে বলেন—
“তিনি (হাসিনা) আমার কাছে যা চাইছিলেন, আমি তা করিনি। প্রতি বছর বিভিন্ন সময় মন্ত্রীসহ আওয়ামী লীগের বিভিন্ন লোক আমার কাছে আসতেন। কিন্তু তাদের কথায় কখনও সাড়া দিইনি। আল্লাহর রহমত আর আপনাদের ভালোবাসায় আজ ফিরে এসেছি।”
এ সময় গণসংযোগ স্থলে উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বাবর জানান, তিনি সব ষড়যন্ত্র ও নির্যাতন মোকাবিলা করে জনগণের সমর্থনে আবারও মাঠে ফিরেছেন।