11/24/2025 রাবি বন্ধ নয়: আবাসিক হল খোলা, ক্লাস–পরীক্ষা চলবে যথারীতি!
odhikarpatra
২৩ November ২০২৫ ২১:৩৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষিতে ভবনগুলোর ঝুঁকি নিরূপণ নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হলেও বিশ্ববিদ্যালয় বন্ধ করা হচ্ছে না—এমন সর্বসম্মত সিদ্ধান্ত জানানো হয়েছে।
সভায় জানানো হয়, অ্যাকাডেমিক ভবন ও আবাসিক হলসমূহে কারিগরি কমিটির সরেজমিন পরিদর্শন চললেও হল খোলা থাকবে এবং ক্লাস–পরীক্ষা যথারীতি চলবে যাতে শিক্ষার্থীরা সেশনজটের মুখে না পড়েন।
উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন—
রাকসু ও হল ছাত্র সংসদ নেতৃবৃন্দ সভায় বলেন—
শিক্ষার্থীরা সেশনজট এড়াতে চায়, তাই বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।
তারা জানান,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্পজনিত ঝুঁকি নিরূপণ চললেও বিশ্ববিদ্যালয় বন্ধ হচ্ছে না। আবাসিক হল খোলা থাকবে এবং ক্লাস–পরীক্ষা চালু থাকবে—জরুরি সভায় এমন সিদ্ধান্ত জানায় রাবি প্রশাসন ও ছাত্রনেতারা।