11/24/2025 বাংলাদেশের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন: কমনওয়েলথের পূর্ণ সমর্থন ও পর্যবেক্ষক পাঠানোর আশ্বাস
odhikarpatra
২৪ November ২০২৫ ১৭:৪৮
ঢাকা, ২৪ নভেম্বর ২০২৫
আসন্ন সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে আয়োজনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে–এর সঙ্গে বৈঠকে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন,
“আমাদের গণতান্ত্রিক রূপান্তর এবং আসন্ন সাধারণ নির্বাচনে আপনাদের সমর্থন চাই। আপনারা পাশে থাকলে নির্বাচন আরও স্বচ্ছ ও উৎসবমুখর হবে।”
ইউনূস আরও জানান, অন্তর্বর্তী সরকার নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
জবাবে মহাসচিব বচওয়ে জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন–পরবর্তী রূপান্তরের ক্ষেত্রে কমনওয়েলথ সর্বাত্মক সহযোগিতা দেবে। তিনি বলেন—
“কমনওয়েলথের ৫৬টি দেশ, যার মধ্যে জি-৭ ও জি-২০ সদস্যও আছে, একে অপরকে শক্তিশালী করতে বিপুল সম্পদ ব্যবহার করতে পারে। বাংলাদেশ সেই সুবিধা পাবে।”
তিনি আরও জানান, নির্বাচনকে সুষ্ঠু রাখতে পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।
বচওয়ে বলেন, তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজন—প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।
দুই নেতার বৈঠকে তরুণদের কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক ব্যবসার প্রসার, কার্বন নিঃসরণ কমানো, বৈষম্য হ্রাসসহ ইউনূসের তিন–শূন্য ভিশন নিয়েও আলোচনা হয়।