11/24/2025 ফায়ার সার্ভিসে আধুনিক সরঞ্জাম ও ভূমিকম্প উদ্ধার সক্ষমতা বাড়াতে ফ্রান্সকে সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
odhikarpatra
২৪ November ২০২৫ ২০:২৯
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ঢাকা, ২৪ নভেম্বর ২০২৫
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়াতে ফ্রান্সের কারিগরি সহযোগিতা চেয়ে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার দুপুরে তাঁর অফিসে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে সৌজন্য সাক্ষাতে এ অনুরোধ জানান তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়—
বৈঠকে ফায়ার সার্ভিস সক্ষমতা বৃদ্ধি, ভূমিকম্প সচেতনতা, জাতীয় নির্বাচন নিরাপত্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব মোকাবিলা, ডিপ্লোমেটিক জোনে নিরাপত্তা এবং অগ্নিকাণ্ড তদন্ত সক্ষমতা বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা হয়।
উপদেষ্টা বলেন—
“উন্নতমানের ফায়ার সারঞ্জাম, ভূমিকম্পে উদ্ধার তৎপরতার আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনবল তৈরিতে ফ্রান্সের সহায়তা প্রয়োজন।”
তিনি অগ্নিকাণ্ড তদন্ত সক্ষমতা বাড়াতেও ফ্রান্সের টেকনিক্যাল সহায়তা কামনা করেন।
সম্প্রতি ভূমিকম্প প্রসঙ্গে রাষ্ট্রদূতের প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান—
“বিল্ডিং কোড মানা, উন্মুক্ত স্থান বৃদ্ধি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ফায়ার সার্ভিস শক্তিশালীকরণে সরকার কাজ করছে।”
রাষ্ট্রদূত জাতীয় নির্বাচনের প্রস্তুতি জানতে চাইলে উপদেষ্টা বলেন—
“আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচনসংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে, বড় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। আমরা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই।”
রাষ্ট্রদূত জানান, নির্বাচন কমিশন প্রস্তাব পাঠালে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো প্রসঙ্গে উপদেষ্টা জানান—
“ফ্যাসিস্টের দোসররা দেশে-বিদেশে গুজব ছড়াচ্ছে। এটিকে প্রতিরোধে ডাক ও টেলিযোগাযোগ, স্বরাষ্ট্র এবং তথ্য মন্ত্রণালয় একসাথে কাজ করছে।”
ফ্রান্স দূতাবাসে নিরাপত্তা বৃদ্ধির অনুরোধে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন—
“ডিপ্লোমেটিক জোনে সামগ্রিকভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে, সব দূতাবাসকে সমান সুরক্ষা দেওয়া হচ্ছে।”
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জসীম উদ্দিন খান এবং ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেদেরিক ইনজা।