12/04/2025 বাংলার সম্মান–অধিকার রক্ষার লড়াইয়ে তিনি ‘দৃঢ়’
odhikarpatra
৪ December ২০২৫ ০০:১৭
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক ফেসবুক পোস্টে আবারও দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। বিজেপির বিরুদ্ধে কঠোর ভাষায় অভিযোগ তুলে বাংলার অধিকার, ভাষা, সংস্কৃতি ও গণতন্ত্র রক্ষার ডাক দিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন—
“নানা ভাষা, নানা মত, নানা পরিধান—বিবিধের মাঝে দেখো মিলন মহান। কিন্তু বাংলা-বিরোধী ফ্যাসিস্ট দল বিজেপি বাংলার ভোটাধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিতে উদ্যত।”
তিনি অভিযোগ করেন, বিজেপির নানা ‘চক্রান্তে’ পশ্চিমবঙ্গের মানুষ ১০০ দিনের কাজের মজুরি ও আবাস যোজনা বরাদ্দ থেকে বঞ্চিত হয়েছে। তবুও রাজ্য সরকার ৯৫টিরও বেশি জনকল্যাণমূলক প্রকল্প পরিচালনা করছে, যার অনেকগুলো আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন, ভিনরাজ্যে বাংলা ভাষায় কথা বললেই বহু শ্রমিককে ‘বাংলাদেশি’ অপবাদ দিয়ে হেনস্থা ও পুশব্যাক করা হচ্ছে। এতে অনেক মানুষ আতঙ্কে আত্মহত্যার পথও বেছে নিয়েছেন বলে গুরুতর অভিযোগ তোলেন তিনি।
তিনি লিখেন—
“ভাষা-বিদ্বেষী, গণতন্ত্র-বিরোধী রাজনীতির বিরুদ্ধে বাংলার মানুষ আজ গাজোলের জনসভায় উপস্থিত থেকে প্রমাণ করেছেন—অধিকার রক্ষার লড়াইয়ে বাংলা পিছিয়ে যায় না।”
মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে বাংলার ঐতিহাসিক প্রতিরোধ, নবজাগরণ, সাহিত্য-সংস্কৃতির মহিমা এবং নেতাজি–ক্ষুদিরাম–বিবেকানন্দ–বিদ্যাসাগর–নজরুলদের ত্যাগের কথা স্মরণ করেন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, আগামী নির্বাচনে বিজেপি গণতান্ত্রিক উপায়ে বাংলার মানুষের যোগ্য জবাব পাবে।
শেষে তিনি লিখেন—
“বাংলার মাটি অপবিত্র হতে দেব না। জয় বাংলা!”