12/04/2025 বিএনপি–জামায়াত সংঘর্ষে নরসিংদী রণক্ষেত্র, আহত অন্তত ৩০ জন
odhikarpatra
৪ December ২০২৫ ০২:৩২
অধিকার পত্র ডটকম ০৪ ডিসেম্বর ২০২৫্
নরসিংদী সদর, ০৪ ডিসেম্বর ২০২৫
নরসিংদীর শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় (বিএনপি) ও –এর নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। সংঘর্ষের সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামায়াতের একটি নির্বাচনী সভা শেষ হওয়ার পর তাতীদলের সভাপতি বখতিয়ার হোসেন ও জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আমজাদ হোসেনের সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
রাত ৯টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের দাড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন দাবি করেন, শুরু থেকেই বিএনপির কিছু নেতাকর্মী তাদের সভায় বাধা সৃষ্টি করেন। সভা শেষে ফেরার সময় ৭০–৮০ জন বিএনপির নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান। এতে ৩০ জন নেতাকর্মী আহত হন; তাদের মধ্যে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মেহেরপাড়া ইউনিয়ন তাঁতীদলের নেতা বখতিয়ার হোসেন, যুবদল নেতা ইফতিখার আলমসহ অন্তত ৪০ জন হামলার সঙ্গে জড়িত ছিলেন। নিরাপত্তার জন্য পুলিশের সহায়তা চাওয়া হলেও সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মিয়া বলেন, জামায়াতের হামলায় বখতিয়ার হোসেন গুরুতর আহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বিএনপি ও জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। উভয় পক্ষ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনী সভা ঘিরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, নরসিংদীতে রণক্ষেত্র—আহত ৩০
#নরসিংদী_সংঘর্ষ, #বিএনপি_জামায়াত_সংঘর্ষ, #শেখেরচর #বাসস্ট্যান্ড, #রাজনৈতিকসহিংসতা, #বাংলাদেশরাজনীতি