12/30/2025 খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান
odhikarpatra
২৯ December ২০২৫ ২১:২৪
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। রোববার (২৮ ডিসেম্বর) রাত ৮টা ২৩ মিনিটে তিনি হাসপাতালে প্রবেশ করেন।
এর প্রায় ১০ মিনিট পর হাসপাতালে আসেন তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। একই দিনে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলামও তাঁকে দেখতে হাসপাতালে যান।
বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা অত্যন্ত জটিল ও সংকটময় বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। শনিবার দিবাগত রাতে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে শনিবার রাতে মাকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সেখানে দুই ঘণ্টার বেশি সময় অবস্থান করেন। তারেক রহমান হাসপাতাল ত্যাগ করার পরই খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন ডা. জাহিদ।
ডা. জাহিদ জানান, আইসিইউতে থাকা মায়ের সুস্থতার জন্য তারেক রহমান দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। একই সঙ্গে দেশবাসী, চিকিৎসক, নার্স ও চিকিৎসাসেবায় নিয়োজিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি, হৃদ্যন্ত্র ও ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।
বিএনপির পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার কথা বলা হলেও, শারীরিক অবস্থা আকাশযাত্রার উপযোগী না হওয়ায় তা সম্ভব হয়নি। ফলে দেশেই তাঁর চিকিৎসা অব্যাহত রয়েছে।
খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এভারকেয়ার হাসপাতাল এলাকায় দায়িত্ব পালন করছে—
হাসপাতালের প্রধান ফটকে কাঁটাতারের ব্যারিকেড বসানো হয়েছে। পাশাপাশি বিএনপির চেয়ারপারসনের নিজস্ব নিরাপত্তা বাহিনী CSF–এর সদস্যরাও দায়িত্ব পালন করছেন