12/30/2025 পুতিনের বাসভবনে ড্রোন হামলার দাবি রাশিয়ার, 'ডাহা মিথ্যা' বলে উড়িয়ে দিলেন জেলেনস্কি
Special Correspondent
২৯ December ২০২৫ ২৩:৩০
নিউজ ডেস্ক | অধিকারপত্র
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি রাষ্ট্রীয় বাসভবনে ড্রোন হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ অভিযোগকে রাশিয়ার চিরাচরিত মিথ্যা বলে আখ্যা দিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দাবি করেছেন ইউক্রেন রাতভর রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের নভগোরোদ অঞ্চলে অবস্থিত পুতিনের রাষ্ট্রীয় বাসভবনে ৯১টি দূরপাল্লার ড্রোন হামলা চালায়। তবে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করা হয়। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে লাভরভ বলেন, কিয়েভ সরকার এখন রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নীতিতে নেমেছে। এ অবস্থায় রাশিয়া শান্তি আলোচনায় নিজের অবস্থান পুনর্বিবেচনা করবে। যদিও তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার প্রক্রিয়া থেকে রাশিয়া সরে যাচ্ছে না। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই অভিযোগ নাকচ করেছেস। এটি রাশিয়ার একটি পরিকল্পিত মিথ্যা যাতে তারা ইউক্রেনের ওপর আরও হামলার অজুহাত তৈরি করতে পারে। তিনি আরও বলেন অতীতে রাশিয়াই কিয়েভের সরকারি ভবনগুলোতে হামলা চালিয়েছে। এখন নীরব থাকলে চলবে না। রাশিয়াকে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা নস্যাৎ করতে দেওয়া যাবে না।
এই উত্তেজনার মধ্যেই রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কি সংশোধিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। জেলেনস্কির দাবি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ১৫ বছরের নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাব দিয়েছে। ট্রাম্প বলেছেন এ বিষয়ে চুক্তি প্রায় ৯৫ শতাংশ সম্পন্ন। তবে ইউক্রেনের ভূখণ্ডগত প্রশ্ন, রুশ দখলে থাকা জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং ডনবাস অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে এখনও মতভেদ রয়ে গেছে। রাশিয়া ইতোমধ্যে প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ প্রত্যাখ্যান করেছে। এদিকে, হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেন-যুক্তরাষ্ট্র বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি ইতিবাচক ফোনালাপ করেছেন। লাভরভের বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া আবারও বিপজ্জনক বক্তব্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দলের সঙ্গে আমাদের কূটনৈতিক অর্জনগুলো দুর্বল করার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, এই ড্রোন হামলার অভিযোগ ও পাল্টা অস্বীকৃতি চলমান শান্তি আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র