01/02/2026 খালেদা জিয়ার স্মরণে গুলশানের আজাদ মসজিদে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
odhikarpatra
২ January ২০২৬ ১৯:৩১
🖊️ বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
📅 শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আপোষহীন নেতৃত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া–এর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) রাজধানীর গুলশানস্থ আজাদ মসজিদে বিএনপির উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এ সময় তিনি মরহুমা খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন।
মিলাদ মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
মিলাদ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।