01/07/2026 সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করলেন মুসল্লি, নলছিটিতে শোকের আবহ
odhikarpatra
৪ January ২০২৬ ১৭:৪৫
ঝালকাঠি প্রতিনিধি
৪ জানুয়ারি ২০২৬
ঝালকাঠির নলছিটি উপজেলায় এশার নামাজ আদায়ের সময় সেজদারত অবস্থায় আবুল হোসেন তালুকদার (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে গভীর শোক ও ধর্মীয় আবেগের সৃষ্টি করেছে।
শনিবার (৩ জানুয়ারি) রাতে নলছিটি উপজেলার কুমারখালী বাজার মসজিদে এশার নামাজ আদায় করতে গিয়ে তিনি হঠাৎ সেজদার মধ্যেই লুটিয়ে পড়েন। পরে মুসল্লিরা ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখতে পান তিনি নিস্তেজ হয়ে আছেন।
পরবর্তীতে রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় আত্মীয়স্বজন, এলাকাবাসী ও মুসল্লিরা অংশ নেন।
নিহত আবুল হোসেন তালুকদার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের মৃত আব্দুল মন্নান তালুকদারের ছেলে।
আবুল হোসেনের চাচাতো ভাই সাইফুল ইসলাম তালুকদার জানান, শনিবার সারাদিন তিনি ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। মাগরিবের নামাজ বাড়িতে আদায় করার পর বাজার করার উদ্দেশ্যে কুমারখালী বাজারে যান। এশার নামাজ পড়তে মসজিদে ঢুকেই তিনি আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়েন।
তিনি আরও বলেন, “আল্লাহ তাকে যে অবস্থায় ডেকে নিয়েছেন, তা সত্যিই সৌভাগ্যের। এমন মৃত্যু সবার ভাগ্যে জোটে না।”
ধর্মপ্রাণ ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন আবুল হোসেন তালুকদার। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।