01/07/2026 গ্যাসের দামে নতুন চাপ: জানুয়ারিতে এলপিজি সিলিন্ডার ১,৩০৬ টাকা
odhikarpatra
৪ January ২০২৬ ১৮:৩৮
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানুয়ারি ২০২৬ মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩০৬ টাকা, যা ডিসেম্বরে ছিল ১ হাজার ২৫৩ টাকা। ফলে এক মাসে ৫৩ টাকা দাম বেড়েছে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ রোববার (৪ জানুয়ারি) এক সংবাদ ব্রিফিংয়ে জানান, এই নতুন মূল্য আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং সব লাইসেন্সধারী এলপিজি বিপণনকারী প্রতিষ্ঠানকে তা বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি মাসের কন্ট্রাক্ট প্রাইস (CP) অনুযায়ী ১৩ ধরনের এলপিজি সিলিন্ডারের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই মূল্য নির্ধারণ করা হয়।
একই সঙ্গে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৫৭ টাকা ৩২ পয়সা।
বেসরকারি খুচরা পর্যায়ে ভ্যাটসহ প্রতি কেজি এলপিজির দাম দাঁড়িয়েছে ১০৫ টাকা ০৮ পয়সা। এছাড়া বেসরকারি গ্যাস সিস্টেমে সরবরাহ করা এলপিজির দাম প্রতি ঘনমিটার ২৩৩ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানায়, সৌদি কন্ট্রাক্ট প্রাইস অনুযায়ী জানুয়ারিতে প্রোপেনের দাম টনপ্রতি ৫২০ ডলার এবং বিউটেনের দাম ৫২৫ ডলার নির্ধারণ করা হয়েছে। প্রোপেন ও বিউটেনের ৩৫:৬৫ অনুপাত অনুযায়ী গড় সিপি দাঁড়িয়েছে ৫২১.৭৫ মার্কিন ডলার, যা হিসাবের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছে।