01/07/2026 সারাদেশে বাছাই শেষে চূড়ান্ত চিত্র: বৈধ ১৮৪২, বাতিল ৭২৩ মনোনয়নপত্র
odhikarpatra
৪ January ২০২৬ ২০:৫৪
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ঢাকা | জাতীয় নির্বাচন ২০২৬
ঢাকা, ৪ জানুয়ারি ২০২৬ — আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩০০টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র বাছাই শেষে ১৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার রাতে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসির প্রতিবেদনে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়। এর মধ্যে ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হয়। যাচাই-বাছাই শেষে ১৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল করা হয়েছে।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের কারণে তাঁর দাখিলকৃত ৩টি মনোনয়নপত্র যাচাই ছাড়াই কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।
নির্বাচন কমিশন জানায়, মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকে, যা সরাসরি নির্বাচন কমিশনে গ্রহণ করা হবে।