📌 ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস একীভূত করে বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়ের ঘোষণা
📰 ক্ষমতায় গেলে নারীশিক্ষা, কর্মসংস্থান ও স্বাস্থ্যখাতে বড় সংস্কারের প্রতিশ্রুতি জামায়াতের
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ক্ষমতায় গেলে রাজধানীর ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ (হোম ইকোনমিকস কলেজ) একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘পলিসি সামিট–২০২৬’–এ দলের আমির ডা. শফিকুর রহমান এই রূপরেখা উপস্থাপন করেন।
🎓 শিক্ষা খাতে প্রতিশ্রুতি
জামায়াতের ঘোষণায় বলা হয়—
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বড় কলেজগুলো পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর
- মেধা ও প্রয়োজনের ভিত্তিতে ১ লাখ শিক্ষার্থীকে মাসিক ১০ হাজার টাকা করে সুদমুক্ত শিক্ষাঋণ
- চাকরি পাওয়া পর্যন্ত ৫ লাখ বেকার গ্র্যাজুয়েটকে সর্বোচ্চ দুই বছর সুদমুক্ত মাসিক ভাতা
- বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য প্রতিবছর ১০০ শিক্ষার্থীকে সুদমুক্ত শিক্ষাঋণ
দলটি জানায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরাও যেন হার্ভার্ড, এমআইটি, অক্সফোর্ড ও কেমব্রিজে পড়ার সুযোগ পান, সে ব্যবস্থা করা হবে।
🏥 স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা
স্বাস্থ্যখাতে জামায়াতের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে—
- ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তি ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে চিকিৎসা
- দেশের ৬৪ জেলায় ৬৪টি বিশেষায়িত হাসপাতাল
- ‘ফার্স্ট থাউজেন্ড ডেইজ প্রোগ্রাম’-এর আওতায় গর্ভধারণ থেকে শিশুর দুই বছর বয়স পর্যন্ত মা ও শিশুর পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষা
💼 কর্মসংস্থান ও অর্থনীতি
সম্মেলনে জানানো হয়—
- মেধার ভিত্তিতে সব নিয়োগ নিশ্চিত করা হবে
- দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি
- দীর্ঘমেয়াদে ট্যাক্স ১৯ শতাংশ ও ভ্যাট ১০ শতাংশে নামিয়ে আনা
- শিল্পে আগামী তিন বছর গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধি না করা
- বন্ধ শিল্পকারখানা পাবলিক–প্রাইভেট পার্টনারশিপে চালু এবং ১০ শতাংশ মালিকানা শ্রমিকদের প্রদান
🚀 তরুণ ও আইসিটি খাত
তরুণদের জন্য পরিকল্পনার মধ্যে রয়েছে—
- দক্ষতা ও কর্মসংস্থানের জন্য নতুন মন্ত্রণালয়
- পাঁচ বছরে ১ কোটি তরুণকে বাজারভিত্তিক স্কিল প্রশিক্ষণ
- প্রতিটি উপজেলায় ‘ইয়ুথ টেক ল্যাব’
- ৫ বছরে ৫০ লাখ জব এক্সেস নিশ্চিত
আইসিটি খাতে ‘ভিশন ২০৪০’ ঘোষণা করে বলা হয়—
- ২০৩০ সালের মধ্যে ২০ লাখ আইসিটি জব
- ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয়
- ন্যাশনাল পেমেন্ট গেটওয়ে স্থাপন
- শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর
🌍 সম্মেলনে উপস্থিতি
পলিসি সামিটে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, গবেষক ও দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম সম্পাদকরা উপস্থিত ছিলেন।
ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস একীভূত করে বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়ের ঘোষণা
#জামায়াত #পলিসি_সামিট_২০২৬ #নারী_বিশ্ববিদ্যালয় #রাজনীতি #শিক্ষা_সংস্কার #চাকরি #অধিকারপত্র