01/25/2026 আমরা বিভক্তির নয়, ঐক্যের বাংলাদেশ গড়তে চাই: শফিকুর রহমান
odhikarpatra
২৪ January ২০২৬ ২১:০৬
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
বগুড়া ও শেরপুরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বিভক্তি নয়, ঐক্যের ভিত্তিতে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সবাইকে সঙ্গে নিয়েই দেশ পরিচালনার লক্ষ্য জামায়াতের।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে ১০-দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বগুড়া ও আশপাশের সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং দলীয় প্রতীক তুলে দেন।
শফিকুর রহমান বলেন, বগুড়া উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ কেন্দ্র হলেও এখনো এখানে সরকারি বিশ্ববিদ্যালয় নেই। সুযোগ পেলে বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার পাশাপাশি একটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, এসব উন্নয়ন জনগণের করের অর্থ দিয়েই বাস্তবায়ন করা হবে, দলীয় অনুদান দিয়ে নয়।
দুর্নীতির প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, গত দেড় দশকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। এসব অর্থ ফেরত এনে উন্নয়ন খাতে ব্যবহার করা হবে। পাশাপাশি সুদের জটিলতা নিরসন ও রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন তিনি।
চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, চাঁদার কারণে কৃষক ও ভোক্তা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি দাবি করেন, জামায়াতের কেউ কখনো সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করেনি।
নারীদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করে শফিকুর রহমান বলেন, ঘরে ও বাইরে নারীদের নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব। নারীদের মর্যাদা রক্ষায় কোনো আপস করা হবে না এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
যুব সমাজ সম্পর্কে তিনি বলেন, বেকার ভাতা দিয়ে যুবকদের অপমান করা নয়, বরং দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করাই জামায়াতের লক্ষ্য। শিক্ষিত যুবকদের দেশে ও বিদেশে মর্যাদাপূর্ণ কাজের সুযোগ তৈরির প্রতিশ্রুতিও দেন তিনি।
একই দিনে শেরপুরের মহিপুর খেলার মাঠে আয়োজিত জনসভায় শফিকুর রহমান বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তবে কোনো দেশ প্রভুত্ব দেখাতে চাইলে তা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই প্রকৃত গণতন্ত্র।
ন্যায়বিচার প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে বিচার আর অর্থের বিনিময়ে বিক্রি হবে না। ধর্ম, বয়স বা পেশা নয়—ন্যায় ও মানবিক দৃষ্টিকোণ থেকেই বিচার নিশ্চিত করা হবে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সত্য থেকে জামায়াত বিচ্যুত হলে সাংবাদিকরা যেন কঠোরভাবে তা তুলে ধরেন। একই সঙ্গে গণমাধ্যমকে সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলার আহ্বান জানান তিনি।
#শফিকুর_রহমান #জামায়াতে_ইসলামী #নির্বাচন২০২৬ #বগুড়া_সংবাদ #দুর্নীতিমুক্ত_বাংলাদেশ #চাঁদাবাজমুক্ত_রাষ্ট্র