01/25/2026 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি
odhikarpatra
২৪ January ২০২৬ ২১:১০
স্পোর্টস ডেস্ক, অধিকার পত্র ডটকম
আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত থাকায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
আইসিসি সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বিষয়টি চূড়ান্ত আলোচনায় আসে। সে সময় বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের অবস্থানে অটল থাকে। এর পরই শনিবার (২৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়া হয়।
বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে ‘সি’ গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে থাকছে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ড। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলকাতায়। পরবর্তীতে নেপালের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে।
আইসিসির সিইও সংযোগ গুপ্ত বোর্ড সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে জানান, বাংলাদেশের উত্থাপিত দাবিগুলো আইসিসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি আরও উল্লেখ করেন, আইসিসি বোর্ডের সিদ্ধান্ত অনুসরণ না করায় বাংলাদেশের পরিবর্তে অন্য দলকে আমন্ত্রণ জানানো ছাড়া বিকল্প ছিল না। ওই চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ড সদস্য আমিনুল ইসলামকেও পাঠানো হয়েছে।
একই সঙ্গে ক্রিকেট স্কটল্যান্ডকে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বিষয়ে দুবাই ও এডিনবার্গের মধ্যে যোগাযোগ সম্পন্ন হয়েছে।
এর আগে ভেন্যু পরিবর্তনের শেষ চেষ্টা হিসেবে বিসিবি আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির দ্বারস্থ হলেও সেই আবেদন খারিজ হয়ে যায়। ফলে আইসিসির সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বহাল থাকে।
#বাংলাদেশ_ক্রিকেট #আইসিসি #বিশ্বকাপ #স্কটল্যান্ড #বিসিবি #ক্রিকেট_সংবাদ