01/25/2026 চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান
odhikarpatra
২৪ January ২০২৬ ২১:৩২
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিমানযোগে তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রামে যান।
এর আগে শনিবার বিকেল ৫টা ৪৯ মিনিটে গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। চট্টগ্রামে পৌঁছে তিনি রাতে সেখানে অবস্থান করবেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। এরপর পর্যায়ক্রমে ফেনী, কুমিল্লা ও দাউদকান্দির একাধিক জনসভায় অংশ নেবেন তিনি। ঢাকায় ফেরার পথে রাতে নারায়ণগঞ্জের কাঁচপুরে শেষ জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
চট্টগ্রামে অবস্থানকালে শনিবার রাত সাড়ে ৮টায় নগরের একটি পাঁচ তারকা হোটেলে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান। বৈঠকে মহানগর বিএনপির ৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি অংশ নেবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
বৈঠকে আসন্ন রাজনৈতিক কর্মসূচি, নির্বাচনী কৌশল, সাংগঠনিক প্রস্তুতি এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। কেন্দ্রীয় নেতৃত্বের দিকনির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ের কর্মকাণ্ড আরও জোরদার করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হবে।
#তারেক_রহমান #বিএনপি #চট্টগ্রাম #নির্বাচন২০২৬ #রাজনীতি_সংবাদ #অধিকার_পত্র