11/05/2025 যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালনের জন্য সকল ইউনিটকে চিঠি দিয়েছে আওয়ামী লীগ
Admin 1
১৪ March ২০১৭ ২০:১৮
২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস’ যথাযোগ্য মর্যাদার সাথে পালনের জন্য সারাদেশের মহানগর, জেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগকে কেন্দ্র থেকে চিঠি দেয়া হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এই চিঠি সারাদেশের সকল ইউনিটকে পাঠানো হয়েছে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বাসসকে এ কথা জানিয়ে বলেন, ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালনের জন্য সকল ইউনিট আওয়ামী লীগকে চিঠি দেওয়া হয়েছে। এই দিন সভা ও সামাবেশ করার নির্দেশ দেয়া হয়েছে।
১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ স্মরণে দিনটিকে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণার প্রস্তাব জাতীয় সংসদে সর্বসম্মতিতে পাস হয়েছে ১১ মার্চ।