11/06/2025 শেরপুরে দর্জি শ্রমিক কল্যাণ ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
Mahbubur Rohman Polash
১৬ May ২০১৮ ১৭:২৬
শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে দর্জি শ্রমিক কল্যাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ ১৫ মে মঙ্গলবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ চলে। ২৫০ জন ভোটারের মধ্যে ২১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে বুলবুল ১৭৪ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সেলিম রেজা ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ৪১ ভোট।
বাকী পদগুলোর প্রার্থীরা বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্ব›দ্বীতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সভাপতি পদে অবিনাশ, সাধারণ সম্পাদক পদে সরোয়ার হোসেন শিহাব, সহ-সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌস আলম, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল মান্নান শেখ, দপ্তর সম্পাদক পদে আসাদুল, প্রচার সম্পাদক পদে শ্রী নয়ন। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক আকরাম হোসাইন, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক আব্দুল্লাহ-আল-মুস্তাফিধ নাসিম, সাংবাদিক শহিদুল ইসলাম শাওন, শফিকুল ইসলাম শিপলু। নির্বাচন ফলাফল পরবর্তী আলোচনায় বক্তব্য রাখেন শেরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমান শুভ, যুবলীগ নেতা রাহুল আলম লিমন, সাংবাদিক আব্দুল মান্নান, জাহাঙ্গীর ইসলাম, উৎপল মালাকার প্রমূখ।