11/07/2025 সিরাজদিখানে চলতি বছরের জুন মাসে আইন শৃঙ্খলা বাহীনির ৪০টি পৃথক অভিযানে মাদক মামলার সংখ্যা ২২, আটক ৩৩
Mahbubur Rohman Polash
২ July ২০১৮ ১৮:০৫
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আইনশৃঙ্খলা বাহীনির অভিযানে চলতি বছরের জুন মাসে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক ৪০ টি অভিযান পরিচালনা করে ২২টি মাদক মামলা দায়ের করে সিরাজদিখান থানা পুলিশ।
২২টি মাদক মামলার মোট আসামী ৩৩ জন। ৩৩টি মাদক মামলার আসামীদের কাছ থেছে উদ্ধার করা হয় ৩৮১ পিছ ইয়াবা ট্যাবলেট, ৮৫৫ গ্রাম গাজা, ১০ বোতল বিদেশী মদ, ২৯৯ ক্যান বিয়ার, ৩০ লিটার চোলাই মদ।
উদ্ধারকৃত মাদকের সর্ব মোট মূল্য তিন লক্ষ আশি হাজার দুইশত পঞ্চাশ টাকা।
এছাড়া একই মাসে জিআর ৩০টি ও সিআর ৩৩টি ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সিরাজদিখান থানার পুলিশ পরিদির্শক (তদন্ত) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, মাদক একটি সামাসিক ব্যাধী। মাদকের সাথে যারা জড়িত আছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের উপর আমাদের জিরো টলারেন্স।
মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান ছাড়াও আমাদের অভিযান অব্যহত থাকবে। দেশের মানুষ যদি মাদকের ব্যপারে পুলিশকে সহযোগীতা করে তাহলে দেশ থেকে মাদক উপড়ে ফেলা সম্ভব।