11/07/2025 পানিতে ডুবে দুই কিশোরির মূত্যু
Mahbubur Rohman Polash
১৪ July ২০১৮ ০৮:৩৩
রিপোর্টার,মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ২কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার আব্দুল্লাপুর পাটিকরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পাটিকরপাড়া এলাকার সুমন মুদি'র কন্যা কৃষ্ণা ( ৬) ও লিটন দে'র কন্যা ভারতী দে (৬)। উভয় শিশুই স্থানীয় জিহসতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনির ছাত্রী।
নিহত ভারতীর ভাই কার্তিক দে জানান, কৃষ্ণা ও ভারতী বেশিরভাই সময় এক সাথে থাকতো। শুক্রবার স্কুল বন্ধ থাকায় সকাল ১০টার দিকে তারা খেলতে যায়। পরে একই সাথে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। বাড়িতে খুজেঁ না পেয়ে কয়েকঘন্টা পর পুকুর হতে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারের পর উভয়কে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে। পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।