11/07/2025 ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া- মাহফিল এর জন্য সাংসদ এমলির অনুদান
Mahbubur Rohman Polash
১৪ August ২০১৮ ১৩:৩৮
মুন্সীগঞ্জ ২ আাসনের মাননীয় সংসদ সদস্য #অধ্যাপিকা_সাগুফতা_ইয়াসমিন _এমিলির উদ্যেগে টংগীবাড়ি উপজেলা আওয়ামীলীগ টংগিবাড়ী উপজেলার ১৩ টি ইউনিয়নে প্রতিটিতে ৫০,০০০/(পঞ্চাশ হাজার) টাকা তুলে দেন ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে।
১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস এ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী ও উনার আত্মার মাগফিরাত এ মিলাদ-দোআর জন্য অনুদান দেয়া হয়।
এ সভায় বিশেষ অতিথি হিসেবে
উপস্হিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগ এর সাঃ সম্পাদক শেখ লুৎফর রহমান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ওয়াহিদ।
মোছাম্মৎ হাসিনা আক্তার (ইউ এন ও) উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি জগলুল হালদার ভুতু ও সাঃ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল ও এমিলি পারভীন।
নাহিদ খান, কবির খান,বিপু পাঠান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি / সাধারন সম্পাদকগন উপস্থিত ছিলেন।