11/07/2025 বগুড়া শেরপুরে বাস চাপায় নিহত ১
Mahbubur Rohman Polash
৮ September ২০১৮ ০২:১৩
আব্দুর রাহিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে বাস চাপাই চেন মাষ্টার দিপক মজুমদার (৭০) নিহত
হয়েছে। আজ ৭ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে এ দূর্ঘটনা
ঘটে। নিহত দিপক মজুমদার উপজেলার গোসাইপাড়া গ্রামের মৃতঃ মনি
মজুমদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যয় দিপক মজুমদার
উপজেলার ধুনটমোড় হতে বগুড়া টু গোসাইবাড়ী চেইনমাষ্টারের দায়ীত্ব
পালনকালে বেলা বারোট ৫০ মিনিটে বিদ্যুৎ পরিবহনের বাস (ঢাকা
মেট্র-জ-১১-১৮৩১) গাড়ীর ধাক্কায় রাস্তায় পড়ে গেলে চাপা দেয়। এতে
ঘটনাস্থলেই চেইনমাষ্টার দিপক নিহত হয়। যাত্রী উঠানো নিয়ে দুই
বাসের রেসারেসির কারণেই এ দূর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা
জানায়। এ ঘটনায় উপস্থিত এলাকাবাসী গাড়িটি আটক করে শেরপুর
থানা পুলিশকে খবর দিলে পুলিশ গাড়িটি পুলিশ হেফাজতে রেখে লাশ
উদ্ধার করে নিয়ে যায়।