11/07/2025 পদ্মাসেতুর নির্মাণ কাজের সামগ্রিক অগ্রগতি আগামী অক্টোবরে জানা যাবে: ওবায়দুল কাদের
Mahbubur Rohman Polash
৯ September ২০১৮ ১৯:১১
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বহু প্রত্যাশিত পদ্মাসেতুর নির্মাণ কাজের সামগ্রিক অগ্রগতি আগামী অক্টোবরে জানা যাবে।
এ সেতুর এপ্রোচ রোড নির্মানের কাজ শেষ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেতুর স্প্যান বসানো হচ্ছে। বাকী স্প্যান ও স্পেয়ার প্রস্তুত রয়েছে। কিন্তু সংযোগ দেয়া যাচ্ছে না।
সেতুমন্ত্রী কাদের আরো বলেন, পদ্মা পৃথিবীর আনপ্রেডিকটেবল নদীগুলোর মধ্যে অন্যতম। এ অবস্থার মধ্য দিয়ে আমরা কাজ করছি। দেখি অক্টোবরে কাজের কি অগ্রগতি দেখা যায়।
ওবায়দুল কাদের আজ সকালে জেলার সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দলের ট্রেনযাত্রা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পদ্মা সেতু নির্মান কাজের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক,সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও উপ-দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়–য়া উপস্থিত ছিলেন।