11/07/2025 প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পদ্মা সেতু এলাকায় চলছে উৎসবের আমেজ
Mahbubur Rohman Polash
৯ October ২০১৮ ১৬:১০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৩ অক্টোবর পদ্মা সেতু এলাকায় আসছেন। ঐ দিন প্রধানমন্ত্রী পদ্মা প্রকল্প সংশ্লিষ্ঠ কয়েকটি কাজের উদ্বোধন করবেন পদ্মা সেতু প্রকল্প মাওয়া কান্দিপাড়া মসল দিয়া এলাকায় স্থায়ী নদির তীর রক্ষা মুলক প্রকল্প, ঢাকা মাওয়া ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে, নদী শাসন কাজ সংলগ্ন এলাকায় নদি ভাঙ্গন, এবং পদ্মা সেতু রেললিংক কাজের উদ্বোধন করবেন। সেতুটির স্বপ্ন দ্রষ্ঠা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে এখানে উৎসবের আমেজ বিরাজ করছে।
গতকাল সোমবার দুপুরে পদ্মা সেতু প্রকল্প এলাকায় প্রস্তুতি সভা শেষে সমাবেশ স্থাল ঘুরে দেখেছেন মুন্সিগঞ্জের জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলঅ পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সিগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য এড. মৃনাল কান্তি দাস এমপি, ও মুন্সিগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ মোঃ লুৎফুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।