11/07/2025 পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় নিহত ১০
Mahbubur Rohman Polash
২৭ October ২০১৮ ০২:৫৫
(২৬ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার ১০ মাইল বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের জোতহাসনা এলাকার লাভলি বেগম (৩৫), তার ছেলে ইয়াসিন আলী (৭), বোদা উপজেলার উৎকুড়া এলাকার অনিও (২০), ডাঙ্গাপাড়ার রাহেলা, তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের উত্তর কাশেরপুর একই এলাকার ফরিদুল ইসলাম (৩০), সদরের শিতলিহাসনা এলাকার রেজাউল (২২), তেঁতুলিয়ার গোয়াবাড়ি এলাকার রাসেল (২০), তেঁতুলিয়ার গড়িয়াগজ এলাকার ইউনুস আলী (২৮), তেঁতুলিয়ার মমিনপাড়ার মোজাম্মেল ও তেঁতুলিয়ার গড়িয়াগজ এলাকার মনির (৬)।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার বাংলানিউজকে জানান, পঞ্চগড় থেকে ভাই-বোন এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস তেঁতুলিয়া যাচ্ছিল। পথে ১০ মাইল বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা বৈদ্যুতিক খুঁটিবাহী একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এসময় আহত হন শিশুসহ ২৩ জন। আহতদের উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিলে শিশুসহ আরো তিনজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো দু’জনের মৃত্যু হয়।