11/07/2025 ৮ দফা দাবি ও ৪৮ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা পরিবহন শ্রমিকদের
Mahbubur Rohman Polash
২৭ October ২০১৮ ২০:২০
জাতীয় সংসদে ১৯ সেপ্টেম্বর পাস হওয়া সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ২৮ ও ২৯ অক্টোবর সারা দেশে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিকরা।
ওই সময়ের মধ্যে সড়ক পরিবহন আইনের ধারা সংশোধন না করা হলে ৩০ অক্টোবর থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটেরও হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।
২৭ অক্টোবর, শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ওয়াজি উদ্দিন খান।
ওই সময় তিনি বুড়িগঙ্গা সেতুর টোল নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ট্রাকচালক সোহেল হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করে শ্রমিকদের পক্ষ থেকে আট দফা দাবিও ঘোষণা করেন।
