11/07/2025 পরিবহন ধর্মঘট, ভাড়া আদায় হচ্ছে দ্বিগুণ
Mahbubur Rohman Polash
২৯ October ২০১৮ ০৮:৪৬
জাহাঙ্গীর আলম: শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের কারণে ঢাকাসহ সারাদেশের অভ্যন্তরীন ও দূরপাল্লার সব ধরনের পরিবহন বন্ধ থাকায় সকাল থেকেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ যাত্রীদের।
জরুরি প্রয়োজনে উপায়হীনদের ভরসাই ছিলো অটো, রেন্টে মোটরসাইকেল, মাহেন্দ্র ও রিকশা। নিয়মিত নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া দিয়ে হলেও স্বস্তির নিঃশ্বাস পেয়েছেন যাত্রীরা।
কিন্তু সেসবের অনেকটাই বন্ধ থাকায় ডের ভোগান্তিতে যা্ত্রীরা।
আর ভারার কথাতো তিলকে তাল করার মতো। দ্বিগুনেরো বেশি ভাড়া দিয়ে চলাচল করতে হচ্ছে রিক্সায়।
এত নষ্ট হচ্ছে সময় অপচয় হচ্ছে অর্থের।
সংসদে সদ্য পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে রোববার সকাল ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।