11/07/2025 সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দোকানির মর্মান্তিক মৃত্যু
Mahbubur Rohman Polash
২ November ২০১৮ ১৬:৫৭
শুক্রবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খানপুর ফিলিং স্টেশন এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু মুছা (৪০) নামের এক দোকানি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ব্যক্তি।
নিহত আবু মুছা উপজেলার খানপুর গ্রামের বাসিন্দা। খানপুর বাজারে তার একটি মোবাইলের দোকান রয়েছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার (২ নভেম্বর) সকালে আবু মুছা স্থানীয় খানপুর ফিলিং স্টেশনের দিকে যাওয়ার সময় পিছনের দিক দিয়ে আসা একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আবু মুছা নিহত হন। এ ঘটনায় আজিজুল ইসলাম নামের অন্য এক ব্যক্তি গুরুতর আহত হয়ে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছেন। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।