11/08/2025 চট্টগ্রামের বস্তিতে আগুনে দুই পরিবারের ৭ জনসহ অন্তত ৮ জনের মৃত্যু
gazi anwar
১৭ February ২০১৯ ১৭:৫৩
আজ ভোররাতে চট্টগ্রামের চর চাকতাইয়ের একটি বস্তিতে আগুনে দুই পরিবারের ৭ জনসহ অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতরাত ৩ টা ৪০ মিনিটে বেড়া মার্কেট বস্তিতে এ আগুনের ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শনকালে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন সাংবাদিকদের জানান, রোববার ভোররাতে বেড়া মার্কেটের কাছে আগুনে পুড়ে দুই শিশুসহ ৮ জন নিহত হয়েছে এবং এতে দুই’শ বস্তিঘর পুড়ে যায়।
তিনি বলেন,ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থল থেকে ৮ জনের মৃতদেহ উদ্ধার করেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফনের জন্য প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদুল কবিরের নেতৃত্বে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির সদস্য সচিব ফায়ার সার্ভিস কর্মকর্তা আলী আকবর।
নিহতরা হলেন,রহিমা বেগম (৬০).তার দুই মেয়ে নার্গিস আক্তার(২০) ও নাসরিন আক্তার(১৮),তার পুত্র জাকির বাবু (৯),আয়েশা আক্তার (৩৮),ভাইপো মোহাম্মদ সোহাগ,(১৪),হাসিনা আক্তার (২১) এবং ৮ মাসের এক শিশু ।