আনসার সদস্যদের পিটুনিতে এক শ্রমিকের মৃত্যুর গুজবে ভাংচুরের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে করেছে ট্রাক শ্রমিকরা। মেঘনা সেতুর টোল প্লাজার দুই পাশেই সড়কে ট্রাক আড়াআড়ি করে রাখায় রোববার রাত সাড়ে ১১টা থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে এখন। সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের , “বাবুল নামে এক ট্রাকচালক মেঘনা টোল প্লাজায় দীর্ঘক্ষণ গাড়ি রাখা্য় সেখানে যানজটের সৃষ্টি হয়। এর জেরে আনসার সদস্যরা তাকে মারধর করে। এরপর তাকে শিমরাইলে সাজেদা হাসপাতালে নেওয়া হয়।
“সাড়ে ১১টার দিকে ট্রাক শ্রমিকরা ওই চালকের মৃত্যুর গুজব ছড়িয়ে টোল প্লাজার ভাংচুর করে। পরে টোল প্লাজার দুই পাশে ট্রাক রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে।”
উপদেষ্টা সম্পাদক মন্ডলীর সদস্য: অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ মাহবুবুর রহমান যোগাযোগ: ২ বিবি এভিনিউ, গুলিস্তান শপিং কমপ্লেক্স, ৬ষ্ঠ তলা (রুম নং ১০৯), পল্টন, ঢাকা ১০০০।১৫ মোবাইল: ০১৭১৫-৬০৭৫৫৫, ০১৭৪০-৫৯৯৯৮৮
ইমেইল: odhikarpatra@gmail.com, mmrpolash@gmail.com