11/05/2025 কাদেরকে শুক্রবার ছাড়পত্র দেবে হাসপাতাল
Mahbubur Rohman Polash
৩ April ২০১৯ ১০:১৬
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আগামী শুক্রবার ছাড়পত্র দেবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল। সেখান থেকে তাকে একটি ভাড়া বাসায় নেওয়া হবে। ওই বাসায় এক মাস থেকে চিকিত্সা নেবেন কাদের।
মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা বর্তমানে ভালো। তিনি এখন কেবিনে চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার ভাড়া বাসায় থেকে চিকিৎসা নেবেন। তিনি বলেন, ওবায়দুল কাদের চিকিৎসক ও তার আত্মীয়-স্বজনদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন
প্রসঙ্গত, গত ৩ মার্চ বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। উন্নত চিকিত্সার জন্য পর দিনই তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। গত ২০ মার্চ মন্ত্রীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়