10/24/2025 প্রতিবন্ধীদের ভালভাবে বাঁচার স্বপ্ন ও তারাও মানুষ সে উপলব্ধি করতে শিখিয়েছে তাই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা
Mahbubur Rohman Polash
৩ April ২০১৯ ২০:৫২
প্রতিবন্ধী ইমরান এ ভাবে পাঠিয়েছে
আসসালামু আলাইকুম। আমার নাম ইমরান খাঁন। আমার বাড়ি মেহেরপুর জেলা সদরের কালাচাঁদপুর গ্রামে।আমি একজন শারীরিক ও বাক প্রতিবন্ধী। আমি এক সময় চরম হতাশা আর অবহেলার মধ্য দিয়ে দিন কাটিয়েছি। মানুষ আমাকে দেখে নানা কটুক্তি করে। কিন্তু বিশ্ব মানবতার মা আমাদের জননী মাননীয় প্রধানমন্রী শেখ হাসিনা আমাদের মত অসহায় প্রতিবন্ধীদের ভালভাবে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। আমরাও মানুষ সে উপলব্ধি করতে শিখিয়েছে। আমি আমাদের জননীর দয়ায় দুবার আর্থিক অনুদান পেয়েছি। তাঁর এ দয়ার প্রতি কৃতজ্ঞতা জানাতে আমি তাঁর সাথে সাক্ষাত করতে চাই। দয়া করে সুযোগ করে দিলে চির কৃতজ্ঞ থাকবো। আমার ফোন নং 01786454106.