11/08/2025 পাবনা জেলা অটো টেম্পু, অটো রিক্সা ও মিশুক শ্রমিক ইউনিয়নের মৃত্যুকালীন চেক প্রদান
Mahbubur Rohman Polash
১০ April ২০১৯ ১৯:৩০
পাবনা জেলা অটো টেম্পু, অটো রিক্সা ও মিশুক শ্রমিক ইউনিয়নের মৃত্যুকালীন চেক প্রদান
আর কে আকাশ, বাংলার মুখ : হৃদরোগে মৃত্যবরণকারী সিএনজি অটো টেম্পু চালক আব্দুর রহিমের পরিবারের কাছে পাবনা জেলা অটো টেম্পু, অটো রিক্সা ও মিশুক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত্যুকালীন চেক প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১২টায় পাবনা জেলা অটো টেম্পু, অটো রিক্সা ও মিশুক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল শেষে মৃত আব্দুর রহিমের স্ত্রী আরজিনা বেগম ও সন্তানের হাতে চেক তুলে দেন পাবনা জেলা অটো টেম্পু, অটো রিক্সা ও মিশুক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. সোলাইমান, সহ-সড়ক সম্পাদক মো. মানিক, কার্যকরী সদস্য ইউনুস, মাসুদ, শহীদ প্রমূখ।
উল্লেখ্য গত ২৮শে মার্চ পাবনা শহরের তাড়াশ ভবন সংলগ্ন সিএনজি অটো টেম্পু স্টান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে সিএনজি অটো টেম্পু চালক আব্দুর রহিম মৃত্যুবরণ করেন।
ক্যাপসন : পাবনা জেলা অটো টেম্পু, অটো রিক্সা ও মিশুক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে হৃদরোগে মৃত্যবরণকারী সিএনজি টেম্পু চালক আব্দুর রহিমের পরিবারের কাছে মৃত্যুকালীন চেক প্রদান করা হয় ।ছবি- আর কে আকাশ/বাংলার মুখ
ে
আর কে আকাশ
পাবনা প্রতিনিধি
০১৭১৯ ৩৬৬০৬০