11/09/2025 ‘আমার পিতা শেখ মুজিব’ উৎসবের উদ্বোধন আজ
Akbar
২০ April ২০১৯ ১১:৫৭
ঢাকা,২০ এপ্রিল(অধিকারপত্র): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ রাজধানীর জাতীয় জাদুঘরে ‘আমার পিতা শেখ মুজিব’ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। হাসুমণির পাঠশালা এ উৎসবের আয়োজন করেছে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উৎসবের উদ্বোধন করবেন।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল-হোসেন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নীলুফার আহমেদ।