11/08/2025 অনুকরণ নয়, নতুন উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে: জয়
Akbar
২২ April ২০১৯ ১৭:৩৯
ডেস্ক,২২ এপ্রিল(অধিকারপত্র):প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় বলেছেন, অনুকরণ নয়, নতুন নতুন উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আইসিটি খাতকে এগিয়ে নিতে হবে।
রোববার বেলা সাড়ে ১১টায় হোটেল সোনারগাঁওয়ে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সামিটে তিনি এ কথা বলেন।
সজিব ওয়াজেদ বলেন, চতুর্থ শিল্পবিপ্লব মানেই মেধা ভিত্তিক অর্থনীতি। অর্থনীতিতে বিপিও উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখবে। গার্মেন্টস সেক্টরের পর বিপিও হবে অর্থনৈতিক উন্নয়নের উল্লেখ্যযোগ্য মাধ্যম।