11/09/2025 'রোহিঙ্গা সারা বিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি'
Akbar
১০ May ২০১৯ ২০:২৩
বরিশাল, ১০ মে (অধিকারপত্র):বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি। বিশ্বে অনেক সমস্যার মধ্যে রোহিঙ্গা সংকট অন্যতম। রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলেও আলোচনা হয়েছে। এখন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
দুই দিনের বরিশাল সফরের দ্বিতীয় দিন শুক্রবার দুপুরে শহরের একটি অভিজাত হোটেলের লবিতে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ব্রিটিশ হাইকমিশনার আরও বলেন, গণতন্ত্রের পথ চলার ক্ষেত্রে বিরোধী দল-মতকে আরও সুযোগ দিতে হবে। একই সাথে গণমাধ্যমকে পুরোপুরি স্বাধীনতা দিতে হবে।
এর আগে সকালে স্পিডবোটযোগে কীর্তনখোলা নদী ঘুরে দেখেন ব্রিটিশ হাইকমিশনার। বরিশালের প্রাকৃতিক সৌন্দর্যে তার মুগ্ধতার কথা জানান। পরে তিনি বরিশাল বিভাগীয় জাদুঘর ও ব্রিটিশ আমলে নির্মিত অক্সফোর্ড মিশন ঘুরে দেখেন।
গত বৃহস্পতিবার বিকেলে সফরসঙ্গীদের নিয়ে বরিশাল আসেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। ওইদিন বিকেলেই ব্রিটেনের রানী এলিজাবেথের পাঠানো একটি ক্রেস্ট পৌঁছে দেন বরিশালের অক্সফোর্ড মিশনে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশী (দ্বৈত) নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হোল্টকে।