11/09/2025 সিরাজদিখানে গরু চোর আটক
odhikar patra
১৩ May ২০১৯ ১৪:৫৪
সিরাজদিখান
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান গরু চুরির অভিযোগে রুমান (৩০)
নামে একজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত ১১ টার
দিকে শেখরনগর তদন্ত কেন্দ্রের হাসান আক্তার তাকে আটক করে। সে
উপজেলার রাজানগর ইউনিয়নের বাঐখোলা গ্রামের আঃ রহিমের
পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, পহেলা মে সকালে একটি লাল রংঙ্গের ষাড়
গরু চুরির ঘটনায় উপজেলার ঢাকের হাটি গ্রামের মোসলেম খান
তিনজনকে বিবাদী করে এবং ২/৩ জনকে অজ্ঞাতনামা বিবাদী করে
থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে
রুমানকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। আটক ব্যক্তি বিজ্ঞ
আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।
শেখরনগর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক হাসান আক্তার আহমেদ বলেন,
অভিযোগের ভিত্তিতে রুমানকে আটক করা হয়। রোববার কোর্টে
১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। চুরির ঘটনায়
তার সাথে আরো দুই জন ছিলো।
মোহাম্মদ রোমান হাওলাদার
মোবা-০১৭১০৪৭১৯৪৭
তারিখ-১৩/০৫/২০১৯ খ্রিঃ।