11/09/2025 বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
Akbar
২২ May ২০১৯ ১২:৫২
ঢাকা: দেশে মঙ্গলবার ১২ হাজার ৫৩৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। রাত ৯টায় এই বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জনসংযোগ বিভাগের পরিচালক সাইফুল হাসান চৌধুরী এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এ জন্য সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ করতে হয়েছে এবং একই সঙ্গে তেলচালিত সব কেন্দ্র চালু রাখতে হয়েছে।
পিডিবি জানায়, চাহিদা অনুসারে বিদ্যুৎ উৎপাদিত হওয়ায় কোথাও লোডশেডিং হয়নি। তবে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিদ্যুতের যাওয়া-আসার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় গত ৭ মে। ওইদিন ১২ হাজার ২১৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।