11/10/2025 সিরাজদিখানে জাল টাকাসহ একজন আটক,একজন পলাতক
odhikar patra
২৫ August ২০১৯ ২১:১৯
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাল টাকাসহ মোঃ মনির হোসেন
নামে এক জনকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ।
শনিবার রাত ১০ টায় উপজেলার পুর্ব রাজদিয়ার টেংগুরিয়াপাড়া
নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার পুর্ব
রাজদিয়ার টেংগুরিয়াপাড়ার আব্দুর রব মাষ্টারের ছেলে ।
সিরাজদিখান থানার এস,আই তন্ময় মন্ডল ঘটনার সত্যতা স্বীকার
করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মনির
হোসেনের দেহ তল্লাশী করে ৩ টি ১ হাজার টাকা ও ২ টি ৫শ
টাকাসহ মোট ৪ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। তবে তার
সহযোগী জনি নামের একজন পালিয়ে যায় । গতকাল রবিবার মনির
হোসেনের বিরুদ্ধে জাল টাকা রাখার অভিযোগে মামলা হয়েছে
এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মনির হোসেন দীর্ঘদিন
যাবৎ জাল টাকার ব্যবসা করেন বলেও জানান এসআই তন্ময় মন্ডল ।