11/10/2025 বগুড়ার শেরপুরে স্কুলের গাছ কর্তন ও পুকুর দখলের অভিযোগ
odhikar patra
৫ September ২০১৯ ১৯:২৭
শেরপুর (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার শেরপুরের জোড়গাছা উচ্চ বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি উপর লাগানো গাছ কর্তন ও
জোর করে পুকুর দখলের অভিযোগ উঠেছে।
জানাযায়, জোড়গাছা উচ্চ বিদ্যালয়ের নিজ সম্পতির উপর প্রধানমন্ত্রীর নির্দেশে ১৫
আগষ্ঠ শোককে শক্তিতে পরিনত করাল লক্ষে লাগানো ৫টি ফলদ গাছ ও গত ৫মাস পূর্বে
স্কুলের আঙ্গিনা ও পুকুর পাড়ের উপরদিয়ে বিভিন্ন প্রজাতির ১৩টি গাছ লাগানো হয়।
গত বুধবার সন্ধায় সুঘাট ইউনিয়নের জোড়গাছা গ্রামের মৃত আছের উদ্দিনের ছেলে
আসাদুল ইসলাম (৪০) ও একই গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে আব্দুস সালাম (৫০)।
গাছগুলো কর্তন করে এ সময় সুঘাট থেকে মিটিং করে আসার সময় ম্যানিজিং
কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও সদস্য দেখতে পেরে গাছ কর্তন করতে নিষেধ করলে
তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে জীবন নাশের
হুমকি প্রদান করে। শেরপুর থানা অভিযোক দায়ের করা হয়। অভিযুক্ত আসাদুর ও আব্দুস
সালামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমার জায়গায় স্কুল কর্তৃপক্ষ গাছ
লাগিয়েছে তাই আমি কর্তন করেছি। দীর্ঘদিন যাবত আমি পুকুর চাষও করছি।
এ প্রসঙ্গে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ বলেন, আমারা
কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।
শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, আমরা অভিযোগ পেয়েছি
তদন্তসাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।
আবু জাহের
শেরপুর