11/10/2025 সিরাজদিখানে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে, দূর্ঘটনার আশঙ্কা
Mahbubur Rohman Polash
১৭ September ২০১৯ ২০:০৮

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১১ হাজার ভোল্টের ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইনের খুটি ভেঙে পড়ছে। কর্তৃপক্ষের মেরামতের কোন উদ্যোগ নেই যে কোন মুহুর্তে দুর্ঘটনার আশংকা রয়েছে। উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর ধলেশ্বরী নদীর তীরের একটি খুঁটি নীচ থেকে ভেঙ্গে পড়েছে । যে কোন সময়ে বিদ্যুৎ লাইনটি ধসে ধলেশ্বরী নদীতে পড়ে নদী দিয়ে চলাচলা কারী নৌকা সাম্পান, বোট যাত্রীরা বিদ্যুৎ তায়িত হয়ে মৃত্যুর আশাংকা দেখা দিয়েছে ।
এলাকাবাসী জানায়, গত বর্ষার মৌসুমে (প্রায় ২ মাস আগে) নদীতে চলাচলরত একটি বাল্কহেডের ধাক্কায় খুটিটি ভেঙ্গে যায় । পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা কয়েক দপে এসে পরির্দশন করেন । লাইনের খুটি ভেঙ্গে পড়ার ২ মাস অতিবাহিত হলেও পল্লী বিদ্যুৎ সমিতি লাইনটি মেরামত না করে বিদ্যুৎ লাইন সচল রেখেছে । এতে যে কোন সময়ে এলাকার মানুষ বিদ্যুস্পৃষ্ট হয়ে হতাহত হওয়ার অশংকা দেখা দিয়েছে বলে এলাকাবাসী জানায়।
এ ব্যাপারে সিরাজদিখান পল্লি বিদ্যুত জোনাল অফিসের ডিজিএম মো.জাকির হোসেন জানান,বিষয়টি আমি অবগত আছি । খুব শীঘ্রই ওখানে একটি টাওয়ার বসানো হবে ।